প্রতিবারের মতো এবারের দুয়ারে সরকার শিবিরে পরোষেবা পেতে আবেদন জমা দিলেন ব্যাপক সংখ্যক মানুষ। নবান্ন সূত্রে খবর, শিবিরের প্রথম পর্যায়ে পরিষেবা জমা দিতে আবেদন জমা দিয়েছেন ৭১ লক্ষ ৬ হাজার ৮৯০ জন মানুষ। রাজ্যজুড়ে মোট ৭৭ হাজার ৮৯৬টি শিবিরের আয়োজন করা হয়েছিল। যাতে প্রতিবারের মতো এবারও শিবিরগুলোতে ব্যাপক সংখ্যক মানুষ ভিড় করেছেন।
শিবিরের দ্বিতীয় পর্যায় শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। চলবে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্যায়ে জমা পড়া আবেদনগুলো খুঁটিয়ে দেখা হবে। তারপর উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেওয়া হবে।
রাজ্য সকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোর সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে দু’য়ারে সরকার শিবির চালু করে রাজ্য সরকার। প্রতি শিবিরেই ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের ভিড় হয়, এবারের শিবিরেও তারই প্রতিচ্ছবিই দেখা গেল।
Comments are closed.