ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়া হোক। পরিবেশকর্মীদের করা একটি মামলায় রাজ্যকে এমনটাই পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানো নিয়ে দীর্ঘদিন ধীরে নানান জল্পনা চলছে। রাজ্যের তরফেও বেসরকারি বাস মালিকদের সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।
শুক্রবারও হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক এদিন ধর্মতলা বাস স্ট্যান্ড সংক্রান্ত সমস্যার সমাধানে সাময়িক ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে। জানা গিয়েছে, ওই রিপোর্টে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন খালি জায়গাকে চিহ্নিত করে কমপক্ষে ৫০০ বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে।
বাস স্ট্যান্ড প্রসঙ্গে এদিন বিচারপতি বলেন, যে কোনও প্রথমসারির দেশে বহুতল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। রাজ্যে তা না হওয়ার কী আছে! এদিন মামালাকারী পরিবেশকর্মী সুভাষ দত্ত একটি হলফনামা দিয়ে দুটি বিকল্প জায়গার পরামর্শ দিয়েছেন। যার মধ্যে একটিতে হাইকোর্টের আইনজীবীদের কার পার্কিংয়েরও ব্যবস্থা থাকবে বলে হফনামায় উল্লেখ করেন। রাজ্য এবং পরিবেশকর্মী হলফনামা নিয়ে আগামী দিনে বিবেচনা করা হবে বলে ডিভিশন বেঞ্চ জানায়।
Comments are closed.