রক্ষণাবেক্ষণের কাজের জের, রবিবার হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল 

লাইন রক্ষণাবেক্ষণ এবং সিগন্যালিং-এর কাজ চলবে যে কারণে রবিবার হাওড়া থেকে একাধিক রুটের একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায় আগামী ১৭ সেপ্টেম্বর, রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে।

রবিবার যে ট্রেনগুলো বাতিল থাকবে সেগুলো হল, হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ এবং ৩৭৯১৫। বর্ধমান থেকে বাতিল ৩৬৮৪২ এবং ৩৬৮৪৪, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৫৩৬ এবং ৩৭৫৩৮, নৈহাটি থেকে বাতিল করা হয়েছে ৩৭৫৩৫,এবং ৩৭৫৩৭, তারকেশ্বর থেকে ৩৭৩২৬ এবং কাটোয়া থেকে ৩৭৯২৪।

ট্রেনের বাতিলের পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচীও বদলানো হয়েছে। হাওড়া স্টেশন থেকে ৩৭৩২৮ নম্বর ট্রেনটি সকাল ১১টা ১৫ মিনিটের বদলে সাড়ে ১১টা নাগাদ ছাড়াবে বলে জানা গিয়েছে। রামপুরহাট স্টেশন থেকে ১২৩৪৮ নম্বর ট্রেনটি বিকেল ৪টে ৪০ মিনিটের বদলে ৫টা ১০ নাগাদ ছাড়বে। রবিবার যাত্রীর চাপ কম থাকায় তেমন সমস্যা হবে না বলেই রেলের দাবি। তবে একাধিক ট্রেন বাতিল হওয়ায় নিত্যযাত্রীরা কিছুটা ভোগান্তির মুখে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Comments are closed.