সংসদে বিশেষ অধিবেশন ডাকা নিয়ে একটা জল্পনা ছিলই জাতীয় রাজনীতিতে। বিশেষ অধিবেশনের মাঝেই এবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় বৈঠক শুরু হয়েছে। কী কারণে এই বৈঠক তা নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মন্ত্রিসভার অনেক সদস্যও বৈঠকের কারণ নিয়ে অবগত নন।
পর্যবেক্ষকদের একাংশের মতে, বিশেষ অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পেশ এবং পাশ করানোর ক্ষেত্রে সরকারের কী ভূমিকা হবে, তা নির্ধারণ করতেই এই বৈঠক ডাকা হয়েছে। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী তো বটেই এছাড়াও মন্ত্রিসভার সব হেভিওয়েট সদস্যরাই উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ গুরুত্বপূর্ণ সব সদস্যেরই উপস্থিত থাকার কথা
উল্লেখ্য, পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনে কোন আটটি বিল নিয়ে আলোচনা হবে রবিবার সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলোকে তা জানিয়েছে কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রের তরফে কী জানানো হয়, এখন সেটাই দেখার।
Comments are closed.