বাংলা আরও দুটি বন্দে ভারত পাবে বলে আগেই জানা গিয়েছিল। যার মধ্যে একটি হাওড়া-পাটনা রুটে এবং অন্যটি হাওড়া-রাঁচি রুটে। এর মধ্যে হাওড়া-পাটনা রুটে বন্দে ভারত শুরু হচ্ছে সোমবার থেকে। রেলের তরফে এমনটাই জানা গিয়েছে।
বর্তমানে হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এর মধ্যেই পুজোর আগে বাংলা থেকে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে বলে জানা গিয়েছিল। যার মধ্যে হাওড়া পাটনা রুটে ট্রেনটির পথচলা শুরু হচ্ছে সোমবার থেকে। তবে ট্রেনটি কখন ছাড়বে কোন কোন স্টেশনে দাঁড়াবে সে নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
সোমবার হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, এই রুটে এক্সিকিউটিভ চেয়ার কারের টিকিটের দাম ২৫০০ এবং এসি চেয়ার কারের ভাড়া ১৫০০ টাকার আশেপাশে থাকতে পারে। যদিও রেলের তরফে টিকিটের দাম নিয়েও এখনও কিছু জানানো হয়নি।
Comments are closed.