পূর্বাভাস ছিলই। সেই মতোই বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। মূলত উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি এমনটাই থাকবে। টানা বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে, প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে।
খারাপ আবহাওয়ার কারণে বুধবার মৎসজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকেও সচেতন থাকতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার থেকে পাহাড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। মূলত ওপরের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে পুজোর আগে ফের একবার লাগাতার বৃষ্টির মুখ দেখতে চলেছে রাজ্যবাসী।
Comments are closed.