দিল্লিতে ধর্না কর্মসূচি পুরো রাজ্য জুড়ে দেখাতে চায় তৃণমূল; প্রতিটি ব্লকে বসছে জায়েন্ট স্ক্রিন 

১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। অক্টোবরের ২ এবং ৩ তারিখ রাজধানীতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবে ঘাসফুল শিবির। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকবেন খোদ দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ঘাসফুল শিবির সূত্রে খবর, দিল্লির এই কর্মসূচি বাংলারও প্রতিটি ব্লকে পৌঁছাক। ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের এই আন্দোলনের আঁচ তৃণমূল স্তরকেও প্রভাবিত করুক। আর যে কারণেই প্রতিটি ব্লকে ব্লকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে ধর্না কর্মসূচি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। 

জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলা সভাপতিদেরকে এই মর্মে নির্দেশ পাঠানো হয়ে গিয়েছে। জেলার তরফ থেকেও ব্লক সভাপতিদের কাছে নির্দেশ গিয়েছে, প্রতিটি ব্লক অফিসের সামনে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কর্মসূচির সম্প্রচারণ দেখানো হবে। এবং যত বেশি সংখ্যক লোক যাতে এই কর্মসূচি দেখতে উপস্থিত থেকে, সে বিষয়টিতেও নজর দিতে বলা হয়েছে। 

তৃণমূল সূত্রে খবর, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে রাজঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি প্রার্থনা করে কর্মসূচির সূচনা করবেন। পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের অফিসে যাবেন পাওনা আদায়ের দাবিতে। তাঁর দফতরে ৫০ লক্ষ চিঠি জমা দিয়ে দাবি আদায়ের পক্ষে সরব হবেন তাঁরা। পরের দিন ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একই দাবিতে ধর্না কর্মসূচি করবেন। 

Comments are closed.