১২ দিনের বিদেশ সফর সেরে শনিবার কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন নির্ধারিত সময়েই দমদম বিমান বন্দরে নামে তাঁর বিমান। বিমান বন্দর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সফর নিয়ে নিজের অভিজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এবারের সফর খুব কার্যকরী হয়েছে। বাংলার জন্য অনেকটা কাজ হয়েছে। বাণিজ্য সম্মেলন নিয়ে মাদ্রিদ, স্পেন, দুবাইয়ের শিল্পপতিদের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে শিল্পতিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
শিল্পে বিনিয়োগ টানতে বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ১২ সেপ্টেম্বর সকালে কলকাতা থেকে দুবাই রওনা দেন তিনি। সেখান থেকে তিনি যান স্পেনে মাদ্রিদ এবং বার্সেলোনায়। এরপর দুবাই হয়ে ফের কলকাতায় ফিরেছেন। এই ১২ দিনের সফরে একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলোচনা সেরেছেন। সব মিলিয়ে এবারের সফর সার্থক হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.