সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, সেই মতোই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার অবস্থার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। যে কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে বলে জানান হয়েছে।
এদিকে বৃষ্টি বাড়ার কারণে রাজ্যের সাত জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই ওই সাত জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বন্যা মোকাবিলায় জেলাগুলিকে সব রকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
Comments are closed.