দিল্লিতে নেতৃত্বকে পুলিশের হেনস্থা! প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক তৃণমূলের 

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি দেখা না করায় কৃষি ভবনেই অবস্থান বিক্ষোভ করছিলেন অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের একগুচ্ছ নেতা-মন্ত্রী। অবস্থানরত অবস্থায় অভিষেক ব্যমার্জি সহ তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীদের টেনে-হেঁচড়ে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। আর এই ঘটনায় এবার সারা বাংলা জুড়ে প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূলের একাধিক সংগঠন। 

নেতৃত্বকে হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই তৃণমূলের তরফে বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল। সেই সঙ্গে বুধবারও রাজ্যজুড়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে তৃণমূল সূত্রে খবর। জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদে পথে নামবে টিএমসিপিও। সব ব্লক এবং টাউনে তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল যৌথ ভাবে প্রতিবাদ জানাবে। 

উল্লেখ্য, বাংলার বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে দু’দিন প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের। মঙ্গলবার যন্তর-মন্তরের ধর্না মঞ্চ থেকে সরাসরি কৃষি ভবনে যান তৃণমূলের একাধিক সাংসদ নেতা। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তাঁদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু দেখা করবে বলেও দেড় ঘন্টা অপেক্ষা করিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেনি। প্রতিবাদে কৃষি ভবনেই অবস্থান করে তৃণমূলের প্রতিনিধি দল। 

Comments are closed.