রাজ্যপাল দেখা না করা পর্যন্ত রাজভবনের সামনে থেকে নড়বেন না। বৃহস্পতিবারই ধারনা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি। প্রায় ২৪ ঘন্টা কাটতে যায়, এখনও ধরনা মঞ্চে অবস্থান করছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার রাতে ধরনা মঞ্চের পাশেই অস্থায়ী ক্যাম্পে ছিলেন অভিষেক ব্যানার্জি। যদিও অন্যান্য নেতাতদের তিনি বাড়ি ফিরে যেতে বলেন। শুক্রবার সকাল ১১ নাগাদ ধরনা মঞ্চে ওঠেন। তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরাও এদিন জোর হতে শুরু করেছে।
এদিকে ধরনা মঞ্চের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে মঞ্চের সামনেই মজবুত করে ক্যাম্প বাঁধা হচ্ছে। বৃষ্টি আটকে তৈরি হচ্ছে ছাউনি।
উল্লেখ্য, দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার সেই মতো রবীন্দ্রসদন থেকে বিশাল মিছিল করে রাজভবনে পৌঁছান অভিষেক ব্যানার্জি। তবে এদিন রাজ্যপাল রাজভবনে ছিলেন না। যা নিয়ে তাঁকে তোপ দেগেছে তৃণমূল। সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি জানিয়ে দেন, যতক্ষণ না রাজ্যপাল এসে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছে তিনি রাজভবনের সামনে থেকে নড়বেন না।
Comments are closed.