ধরনার পঞ্চম দিনে অবশেষে রাজ্যপাল সময় দিলেন তৃণমূলের প্রতিনিধি দলকে। জানা গিয়েছে, সোমবার বিকেল চারটে নাগাদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন সিভি আনন্দ বোস।
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লি অভিযান করেছিল তৃণমূল। দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতো বৃহস্পতিবার রবীন্দ্রসদন থেকে বিশাল মিছিল নিয়ে রাজভবনে পৌঁছান অভিষেক ব্যানার্জি। যদিও সে সময়ে রাজভবনে ছিলেন না রাজ্যপাল। তিনি গিয়েছিলেন উত্তরবঙ্গ।
এদিকে পাল্টা অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, যতক্ষণ না রাজ্যপাল কলকাতায় এসে তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি রাজভবন থেকে নড়বেন না। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই লাগাতার ধারণা শুরু করে তৃণমূল। ধর্না মঞ্চের পেছনেই অস্থায়ী ক্যাম্প করে রাত্রিবাস করেন অভিষেক ব্যানার্জি। সোমবার ধরনার পঞ্চম দিন। রাজ্যপাল সাক্ষাৎ করার পর রাজভবনের সামনে থেকে দ্রুতই তৃণমূলের ধরনা তুলে নেওয়ার সম্ভাবনা।
Comments are closed.