গত কয়েক দিন টানা বৃষ্টির পর রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে কিছুটা বৃষ্টি কমেছে বাংলায়। মিলেছে স্বস্তি। যদিও বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, পুজোয়ও কি ঝড় বৃষ্টি হবে?
প্রতি বছরই পুজোর যে কোনও দিন খানিকটা হলেও বৃষ্টি হয়। কোনও কোনও বছর তা বেশি, কখনও কম। এবারে কী অবস্থা থাকবে? সে সম্পর্কে জানতে গিয়ে কিছুটা আশঙ্কার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে আবহাওয়া একই থাকবে। বৃষ্টির সেরকম কোনও সম্ভবনা নেই। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে তৈরি হবে নতুন ঘূনাবর্ত। এই ঘূর্ণাবর্ত কোন দিকে যাবে এবং কতটা শক্তি বাড়াবে তার উপর নির্ভর করছে ফের দুর্যোগ বাড়বে কিনা।
যদিও এদিন উত্তরবঙ্গে দার্জিলিং এবং কলিংপঙ-এ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাদ বাকি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
Comments are closed.