সব কিছু ঠিকঠাক থাকলে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক বসতে চলেছে নাগারে নভেম্বর মাস নাগাদ। তেমনটাই খবর। মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং এনসিপি নেতা শরদ পওয়ার। মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, প্রথমে কংগ্রেস সহ জোটের অন্যান্য নেতৃত্ব চলতি মাসের শেষে নাগপুরে জোটের পরবর্তী বৈঠক নিয়ে আগ্রহী ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে সময় বাংলায় লক্ষ্মী পুজো থাকায় তাঁর পক্ষে বৈঠকে যাওয়া সম্ভব হবে না। এরপর তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা করে বৈঠলের তারিখ স্থির হয়। ৭ নভেম্বর মিজরামে বিধানসভা ভোট রয়েছে। তার আগে অর্থাৎ ৪-৫ নভেম্বর ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
পর্যবেক্ষকদের একাংশের মতে, ইন্ডিয়া জোটের পরবর্তি বৈঠকটি খুবও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই। বৈঠক থেকে শরিক দলগুলোর মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
Comments are closed.