পুজো মিটলেই কলকাতায় INDIA জোটের মহা মিছিল! শুরু জল্পনা 

বিজেপি বিরোধী ২৮টি দল ইতিমধ্যেই এক ছাতার তলায় এসেছে। ‘ইন্ডিয়া’ জোট নিয়ে এখন চর্চা সারা দেশ জুড়ে। ইতিমধ্যেই পাটনা, বেঙ্গালুরু এবং মুম্বাই তিন জায়গায় ইন্ডিয়া জোটের বৈঠক হয়ে গিয়েছে। সম্প্রতি জোটের সম্বনয় কমিটি বৈঠক করেছে মুম্বাইতে।

সূত্রের খবর, খুব শীঘ্রই বিরোধী জোটের তরফে দেশ জুড়ে একের পর এক জনসভা হবে। অক্টোবর থেকেই এই জনসভা শুরু হওয়ার কথা বলে খবর।  এবং ওই সূত্রের দাবি, পুজোর পর পরই কলকাতায় এক বিরাট জনসভার ডাক দেওয়া হবে বিরোধী জোটের তরফে। এবং বলাই বাহুল্য বিজেপি বিরোধী এই জনসভার আয়োজকের দায়িত্বে থাকবে মূলত তৃণমূল।

একুশের বিধানসভা ভোটের পর থেকেই সারা দেশে অন্যতম মোদী বিরোধী মুখ হিসেবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নাম উঠে এসেছে। ‘ইন্ডিয়া’ জোটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ জোট সঙ্গী হিসেবে তৃণমূলকে দেখা হচ্ছে। এই আবহে কলকাতায় জোটের জনসভা করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Comments are closed.