দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যবাসীর পুজো মোটামুটি নির্বিঘ্নেই কাটবে। পুজোয় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই এখনও পর্যন্ত খবর। তবে নবমীর দিন আবহাওয়া সামান্য বদলাতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর ক’টা দিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। রোদঝলমলে আবহাওয়া থাকবে। নির্বিঘ্নেই ঠাকুর দেখা যাবে। তবে নবমী ,দশমী বৃষ্টি হতে পারে। হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মূলত উপকূলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে ভারী বৃষ্টির তেমন সম্ভবনা নেই। অর্থাৎ পুজোর ঘোরাঘুরিতে তেমন ব্যাঘাত ঘটবে না।
এদিকে পুজোর ক’দিন উত্তরবঙ্গেও মনোরম আবহাওয়া থাকবে। পুজোর মুখে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি হলেও ষষ্ঠী থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। পাহাড়ের আবহাওয়া মনরোমই থাকবে। পর্যটকেদের জন্য খুশির খবর।
Comments are closed.