কলকাতায় পুজো কার্যত শুরু হয়ে গিয়েছে। মহালয়ার পরের দিন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে শহরবাসী। উৎসবের আবহে আরও খুশির খবর দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পুজো পেরোলেই ধীরে ধীরে পারদ নামতে শুরু করবে রাজ্যে।
পুজোর মধ্যেই ভোরের দিকে উত্তরে হাওয়ার আমেজ মিলবে। পুজো মিটাতে না মিটতেই শীতের আগমণ শুরু হবে দক্ষিণবঙ্গে। ভোরের দিকে এবং রাতের দিকে শীতের প্রভাব লক্ষ্য করা যাবে। কালী পুজোর মধ্যে কার্যত শীত পড়ে যাবে।
এদিকে পুজোর ক’দিনও নির্বিঘ্নে কাটবে রাজ্যবাসীর। অষ্টমি পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে নবমী এবং দশমী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর। সব মিলিয়ে পুজোর দিনগুলোয় ঠাকুর দেখায় বাধা হয়ে দাঁড়াবে না প্রকৃতি।
Comments are closed.