পুজোর দু’দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি; যা জানাল আবহাওয়া দফতর 

কার্যত পুজো শুরু হয়ে গিয়েছে। মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু করেছে মানুষজন। দ্বিতীয়াতে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল কলকাতায়। তৃতীয়াতেও শহরের বড় পুজোগুলোতে জনতার ঢল নেমেছে। এই অবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোতে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও নবমী এবং দশমী রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও যে জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সেগুলো হল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। অন্যান্য জেলাতে বৃষ্টির তেমন সম্ভবনা নেই। 

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন  তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। এদিন সর্বচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

Comments are closed.