পুজোর পাঁচ দিন সারা রাত চলবে লোকাল ট্রেন; জানুন সময়সূচি 

পুজোয় বহু দূর থেকে প্রচুর মানুষ কলকাতায় ঠাকুর দেখতে আসে। তাদের যাতায়াতের একমাত্র মাধ্যমই হচ্ছে লোকাল ট্রেন। যে কারণে পুজোর ক’টা দিন সারা রাতই লোকাল ট্রেন চালানো হয় হাওড়া এবং শিয়ালদহ থেকে। মাঝে কোভিডের জেরে বন্ধ থাকলেও ফের সেই পরিষেবা শুরু হয়েছে। এবারেও পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সারা রাত শিয়ালদহ থেকে একগুচ্ছ লোকাল চলবে। 

রেলের তরফে অতিরিক্ত ট্রেনের সময়সূচি জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, এক জোড়া শিয়ালদহ – রানাঘাট লোকাল যেগুলো, শিয়ালদহ থেকে রাত ১২.৪০ ছেড়ে যাচ্ছে এবং রানাঘাট থেকে ছাড়বে ১১:৪৫। দুই জোড়া শিয়ালদহ – কল্যাণী লোকাল, যার মধ্যে শিয়ালদহ থেকে রাত ০২:৩০  এবং ০১:৩০ টায় ছেড়বে। কল্যাণী থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ১২:১০ এবং ৩.০০ ছাড়বে। 

বনগাঁ লোকাল একটি শিয়ালদহ রাত ০১:২০ টায় ছেড়ে যাচ্ছে এবং বনগাঁ থেকে রাত ১১:৫৫ টায় ছাড়বে। ১ জোড়া শিয়ালদহ – ডানকুনি লোকাল, শিয়ালদহ রাত ১১:৩০ টায় ছেড়ে যাচ্ছে এবং ডানকুনি ১২:২৫ টায় ছেড়ে যাচ্ছে।

৩ জোড়া শিয়ালদহ – বারুইপুর লোকাল, শিয়ালদহ থেকে দুপুর ০৩:২০, রাত ১২:২০ টায় এবং রাত ০২:২০ টায় ছাড়বে। এবং বেলা ০৪:৩৮, রাত ০১:২৫, রাত ০৩:২০ টায় বারুইপুর ছাড়বে। ১ জোড়া শিয়ালদহ – বজ বজ লোকাল, যেটি শিয়ালদহ থেকে রাত ১১:৩০ টায় ছেড়ে যাচ্ছে এবং রাত ১২:৩০ টায় বজ বজ ছাড়বে। 

রেলের তরফে জানানো হয়েছে, পুজোর ক’টা দিন রাতেই জন্য ১৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এবং দুপুর দুটোর পর শিয়ালদহ শাখার লোকাল ট্রেনগুলো সব স্টেশনে দাঁড়াবে। 

Comments are closed.