পুজোর মেজাজে রাজ্যবাসী। মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। দ্বিতীয়া, তৃতীয়ার পর চতুর্থীতেও রেকর্ড ভিড় কলকাতায়। শহরের পুজোর অন্যতম আকর্ষণ রেড রোডে পুজো কার্নিভাল। রাজ্য সরকারের উদ্যোগে এই কার্নিভাল দেখতে প্রতি বছর শহর এবং শহরতলির অগুনতি মানুষ আসেন। তাঁরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন এবার সেই ব্যবস্থা করছে রাজ্যের পরিবহন দফতর।
আগামী ২৭ অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। জানা গিয়েছে, ওই দিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং শহরতলি থেকে আসা মানুষ যাতে বাড়ি ফিরে যেতে পারে সেই কারণে বিশেষ বাস চালানো হবে। মোট ১৩ টি বাস চালানো হবে। ২৭ অক্টোবর বেলা তিনটের মধ্যে নির্দিষ্ট বাস স্টান্ডে বাসগুলোকে নিয়ে আসতে বলা হয়েছে।
পরিবহন দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্নিভালের দিন গড়িয়া, নিউটাউন, ডানলপর, পাটুলি, এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বাস ছাড়বে।
Comments are closed.