গোয়ার মতো দিঘার সমুদ্রেও পর্যটকেদের জন্য ‘প্রমোদতরী’র পরিকল্পনা রয়েছে, রাজ্যের তরফে আগেই জানা গিয়েছিল। পুজোর মরশুমে এবার সেই ‘প্রমোদতরীর’ ট্রায়াল রান শুরু হল দিঘায়। যদিও এখনই প্রমোদতরীতে পর্যটকেরা চড়তে পারবেন না। তবে খুব শীঘ্রই তা শুরু হবে বলে জানা গিয়েছে।
‘এমভি নিবেদিত’ নামে নতুন এই প্রমোদতরীটি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী পর্যটন দফতর। নতুন এই প্রমোদতরীটি হলদিয়া উন্নয়ন সংস্থা তুলে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে।
প্রমোদতরীতে চেপে পর্যটকরা সমুদ্র বক্ষে ঘুরে বেড়াতে পারবেন। একইসঙ্গে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। সেই সঙ্গে মৎসজীবীরা কীভাবে সমুদ্রে মাছ ধরেন, সেসবও দেখ যাবে এই প্রমোদতরীতে চেপে।
প্রমোদতরীতে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেমন থাকছে, একই সঙ্গে মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে দিঘার পর্যটন মানচিত্রে নতুন এক পালক ‘প্রমোদতরী’।
Comments are closed.