কেন্দ্র বিভ্রান্তি মূলক প্রচার চালাচ্ছে!  ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী 

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ১০০ দিনের কাজের বকেয়া আদায় নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে ফের একবার একই ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। মোদী সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে বিভ্রান্তি মূলক প্রচার চালাচ্ছে কেন্দ্র। এবং একই সঙ্গে কেন্দ্রের এই প্রচারকে লজ্জাজনক বলে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিম। 

এদিন মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা লক্ষ্য করে দেখা গিয়েছে যে, কেন্দ্রের তরফে MGNREGA  প্রকল্পের তহবিল নিয়ে যে প্রচার চালানো হচ্ছে, সেখানে ইচ্ছাকৃত ভাবে বেশ কিছু ভুল তথ্য দেখানো হয়েছে। সব রকম তথ্য, হিসেব দেওয়ার পর এমনকী লাগাতার আন্দোলন করেও কেন্দ্র রাজ্যের বকেয়া অর্থ দেয়নি। উল্টে সাধারণ মানুষকে বোকা বানাতে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। এবং এই পুরো বিষয়টিকে লজ্জা জনক বলে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.