প্রযুক্তির যুগে বর্তমানে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা। প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন AI-এর ব্যবহার। এই অবস্থায় স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতি রুখতেও এবার AI প্রযুক্তিকে কাজে লাগাতে চলেছে প্রশাসন। নবান্ন সূত্রে তেমনটাই খবর।
জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে বিভিন্ন রকম তথ্য যাচাই করতে AI-কে ব্যবহার করা হচ্ছে। কোনও রোগী হাসপাতালে ভর্তি না থাকা অবস্থাতেও তাঁর কার্ড কোনওভাবে ব্লক করে রাখা হচ্ছে কিনা বা প্যাকেজের থেকে অতিরিক্ত কোনও অর্থ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি কোনও অপ্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে কিনা, বা হাসপাতালের বিলে কোনও রকমের কারচুপি হচ্ছে কিনা, তা রুখতেও কাজে লাগানো হচ্ছে AI-কে।
উল্লেখ্য,স্বাস্থ্যসাথীকার্ড নিয়ে একাধিকবার বেসরকারি হাসপাতালগুলোকে সচেতন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসাথী কার্ডে কারচুপি নিয়ে একাধিকবার নানান অভিযোগও উঠে এসেছে। যে কারণে ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা আরও উন্নত করতে এবার উন্নত প্রযুক্তিরও সাহায্য নিচ্ছে প্রশাসন।
Comments are closed.