উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ। বাতাসে শিরশিরানি। ভোরের দিকে এবং রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। দুয়ারে শীতের আগমনী বার্তা। জাঁকিয়ে শীতের অপেক্ষায় রাজ্যবাসী। এর মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূনাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও শুক্রবারই সেটি নিম্নচাপ শক্তি হারাবে। যে কারণে রাজ্যে এই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না। ফলে বাংলায় এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ দিন হালকা শীতেরই আমেজ থাকবে। আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। নতুন করে তাপমাত্রাও কমবে না। কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সর্বচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে খবর।
Comments are closed.