সকাল থেকে মেঘলা আকাশ, বেলার দিকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস? 

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। 

হাওয়া অফিসের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এরপর তা ধীরে ধীরে গতি পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। ১৭ নভেম্বর সকালে এটি ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করার কথা। এরপর উপকূল বরাবর বাংলাদেশের দিকে এগোবে। আর যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

এদিন সকাল থেকে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে উপকূল সংলগ্ন এলাকায়। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কয়েকটি জেলায় হলুদ সতর্কবার্তা জারি হয়েছে।

পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সতর্কতা জারি হয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। আবহাওয়াবিদদের মতে, মেঘ কাটলেই ফের এজবার রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে। 

Comments are closed.