স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি-এর সদর দফতরে রয়েছে কাজের সুযোগ। বৃহস্পতিবারই কমিশনের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসএসসির মাধ্যমে মূলত কেন্দ্রীয় মন্ত্রক, দফতর এবং সরকারি সংস্থায় কর্মী নিয়োগ করা হয়ে থাকে।
কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ হবে মূলত চুক্তি ভিত্তিক। আগ্রহী প্রার্থীরা অনলাইন এবং অফলাইন যে কোনও মাধ্যমেই আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। নিয়োগ হবে আইটি পদে। আবেদনকারীদের বয়েস ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রথমে এক বছরের জন্য চুক্তি ভিত্তিকভাবে নিয়োগ করা হবে। যোগ্যতা হিসেবে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই/ বিটেক/ বিসিএতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রথম ১ বছর মাসিক ৩০ হাজার টাকা করে বেতন পাবে নিযুক্তরা। এসসির ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
Comments are closed.