বকেয়া আদায়ের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগেই এমনটা ঘোষণা করেছিলেন। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আদায়ের আন্দোলনের রূপরেখা কী হবে এবার তা জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সভা থেকে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন তিনি।
মমতা ব্যানার্জি এদিন হুঁশিয়ারি সুরে মোদী সরকারকে বলেন, ১০০ দিনের টাকা দাও নয় বাংলা থেকে বিদায় নাও। তিনি জানান, ২৮, ২৯, ৩০ নভেম্বর আম্বেদকরের মূর্তির নিচে দুঘণ্টা করে ধরনা দেবেন তৃণমূল বিধায়করা। ২ এবং ৩ ডিসেম্বর তৃণমূল বুথে বুথে মিছিল করবে। ছাত্র-যুব-তপশিলি,রাজবংশী সবাই মিলে একসঙ্গে বুথে বুথে মিছিল। রাজ্যের বকেয়া আদায়ে দিল্লি অভিযানেরও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল নেত্রীর কথায়, ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সংসদ চলবে। আমি দিল্লি যাব। আমাদের সব সাংসদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইব। সময় দিলে ভালো। না হলে দিল্লির রাস্তাতে বসেই ধর্না দেব।
Comments are closed.