রাজ্যের পড়ুয়ার যাতে আইএএস, আইপিএসের মতো কঠিন পরীক্ষার পাশ করে, সে কারণে রাজ্যের উদ্যোগে চালু হয়েছিল সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। এবার সেই সিভিল সার্ভিস স্টাডি সেন্টার খুলছে ২৬টি জেলায়। রাজ্যের উদ্যোগে ২৬টি জেলায় তৈরি হচ্ছে, সিভিল সার্ভিস ডিস্ট্রিক স্টাডি কোচিং সেন্টার’।
জানা গিয়েছে, এই জেলার সেন্টারগুলোতে ৫০ জন করে প্রশিক্ষণ নিতে পারবেন । বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সেন্টারগুলিতে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের তত্ত্বাবধানে কোচিং সেন্টারগুলো চলবে।
রাজ্যের পড়ুয়ারা যাতে আরও বেশি সংখ্যক প্রশাসনের উচ্চ পদে চাকরি করতে পারে, সেই লক্ষ্যেই স্বল্প খরচে সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পরিকল্পনা করে রাজ্য। ২০১৪ সাল থেকে এই স্টাডি সেন্টারের পথচলা শুরু। ২০২১ সালে সেন্টারটির নামকরণ হয়, সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার।’ বর্তমানে সেন্টারটির মূল ভবন সল্টলেকে।
Comments are closed.