মাঝে কেটে গিয়েছে তিনটে বছর। ফের আগের মতো শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের তত্ত্বাবধানে শুক্রবার বিশ্বভারতীর কর্ম সমিতির বৈঠক বসে। তাতেই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কর্ম সমিতির তরফে জানানো হয়েছে, আগের মতো বড় করে নয়, ছোট পরিসরে হবে পৌষমেলা।
যদিও শান্তিনিকেতন ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মেলা কোনওভাবেই ছোট করে করা সম্ভব নয়। মেলার আয়োজনে যে বিপুল ব্যয় হয়, তার খরচ মেলায় বসা দোকানপাট থেকেই উঠে আসে। ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, মেলা নিয়ে কর্ম সমিতির বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সম্পর্কে শান্তিনিকেতন ট্রাস্টকে এখনও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে শেষবার পূর্বপল্লীর মাঠে বড় করে পৌষমেলা হয়েছিল। ২০২০ সালে কোভিডের কারণ দেখিয়ে মেলা বন্ধ রেখেছিল বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ২০২১ এবং ২০২২ সালে মেলা হলেও তা আগের মতো করে হয়নি। পৌষমেলা বন্ধ নিয়ে বিভিন্ন মহল থেকে সে সময়ে নিন্দার ঝড় উঠেছিল। তবে শেষমেশ পুরোনো জায়গায় ফিরছে ঐতিহ্যবাহী পৌষমেলা।
Comments are closed.