ডিসেম্বরের শুরুতে খানিকটা শীতের আমেজ ছিল দক্ষিণবঙ্গে। মাঝে কলকাতার তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রিতে নেমে গিয়েছিল। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু সপ্তাহ শেষ হওয়ার আগেই কার্যত উধাও শীত। সৌজন্যে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার দুপুরে অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ছে মিগজাউম। কিন্তু তার প্রভাব পড়েছে বাংলাতেও।
আবহাওয়া দফতর জানিয়েছে, মিগজাউমের প্ৰভাবে বুধবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এদিন একধাক্কায় তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। হাওয়া অফিস এমনটাও জানিয়েছে যে, এখনই ঘূর্ণিঝড়ের প্রভাব মুক্ত হচ্ছে না দক্ষিণবঙ্গ। উল্টে পরপর তিনদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। বুধ, বৃহস্পতি এবং শুক্র দক্ষিণবঙ্গের প্রায় সব সব জেলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি কেটে গেলেই সপ্তাহের শেষ থেকে ফের একবার জাঁকিয়ে শীত পড়তে পারে। এবং সেক্ষত্রে দক্ষিণবঙ্গে পুরোদমে শীতকাল শুরু হয়ে যেতে চলেছে।
Comments are closed.