কলকাতার তাপমাত্রা নামল ১৯ ডিগ্রির নীচে, শীতের শুরু বাংলায়! 

ডিসেম্বরের মাঝ পথেও জাঁকিয়ে শীতের দেখা নেই। যদিও উধাও হয়ে যাওয়া শীতের আমেজ ফিরে এসেছে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে নেমেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে পূর্বের পরিস্থিতির তুলনায় এটি একপ্রকার মন্দের ভালো। আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আছে বলে হাওয়া অফিস জানিয়েছে। 

এদিকে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। পুরুলিয়া, বাঁকুড়া সহ বাকি জেলায় রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে। তবে পাহাড়ে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, বর্তমানে যা পরিস্থিতি আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 

Comments are closed.