শীতের দুর্দান্ত ব্যাটিং-এর মাঝে ফের পশ্চিমী ঝঞ্জার ভ্রুকুটি! বাংলায় কি প্রভাব পড়বে?
মিগজাউমের প্রভাব কাটিয়ে দক্ষিণ বঙ্গে শীতের দাপট শুরু হয়েছে। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। জেলায় জেলায়ও বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তবে এর মধ্যেই ফের একটা পশ্চিমীঝঞ্জার ভ্রুকুটি! প্রভাব কি পড়বে বাংলায়!
জানা গিয়েছে, শনিবার একটি পশ্চিমী ঝঞ্জা আসছে উত্তর-পশ্চিম ভারতে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। উত্তুরে বাতাসেও বাধাপ্রাপ্ত হবে না। যার জেরে শীতের স্পেল জারি থাকবে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রিতে নেমে যাবে। আগামী সপ্তাহে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলোতেও শীতের দাপট জারি থাকবে। পশ্চিমী ঝঞ্জা কেটে গেলে দার্জিলিং এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা। সব মিলিয়ে রাজ্যবাসী জাঁকিয়ে শীত উপভোগ করবে।
Comments are closed.