হাওয়া অফিসের পূর্বভাস ছিলই, তাই সত্যি হল। অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে দিয়েই কাটল বড়দিন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন তাপমাত্রা বেশি ছিল। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ভোরে কুয়াশার দাপটও দেখা গিয়েছিল। তবে বেলার দিকে তাপমাত্রা বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কার্যত উধাও। তবে রাতের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানান হয়েছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে জানান হয়েছে। স্বাভাবিকের থেকে যা কিছুটা বেশি। এদিন সর্বচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। হাওয়া জানিয়েছে, কুয়াশার দাপট থাকলেও বৃষ্টি দেখা যাবে না।
Comments are closed.