সদ্য শেষ হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে ৭১ লক্ষ ২৫ হাজার আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পাঁচটি প্রকল্পের জন্য। সেগুলি হল, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং আধার সম্পর্কিত বিষয়। মঙ্গলবার রাজ্য সরকার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যেই জমা পড়া আবেদনের ৬৯ শতাংশ ক্ষেত্রে পরিষেবা প্রদান করা হয়ে গিয়েছে।
৩১ জানুয়ারি পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলবে। কলকাতাসহ বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ১ লক্ষ ২,৫৩৫টি শিবিরে প্রায় ৮০ লক্ষাধিক মানুষ গিয়েছেন। শিবিরগুলিতে সবচেয়ে বেশি ভিড় হয়েছে মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।
Comments are closed.