বইমেলার জন্য রবিবারও খোলা থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ১৮ থেকে ৩১ জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পুস্তক মেলা। এই দিনগুলিতে স্পেশাল মেট্রো পরিষেবা দেবে রেল। এমনিতে পর্যাপ্ত যাত্রীর অভাবে রবিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকে। কিন্তু বইমেলা উপলক্ষ্যে আগামী ২১ এবং ২৮ জানুয়ারি এই দুই রবিবার মেট্রো রুট চালু থাকবে।
বেলা ১২টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো পাবেন যাত্রীরা। রবিবার দিনের প্রথম মেট্রো শিয়ালদহ ও সেক্টর ফাইভ স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে ১২টা ৫৫ মিনিট এবং দুপুর একটায়। দিনের শেষ মেট্রো ওই দুই প্রান্তিক স্টেশন থেকে যথাক্রমে রাত ন’টা ৩৫ মিনিট এবং রাত ন’টা ৪০ মিনিটে যাত্রা শুরু করবে। বইমেলা আয়োজকদের দাবি, অতীত পরিসংখ্যান অনুযায়ী, রবিবারগুলিতেই রেকর্ড ভিড় হয়। সে ক্ষেত্রে মেট্রোয় উঠে হাজার হাজার অতিরিক্ত যাত্রী করুণাময়ী স্টেশনে নেমে মেলায় প্রবেশের সুযোগ পাবেন।
অন্যদিকে বইমেলা চলাকালীন সোম থেকে শনিবার পর্যন্ত বাড়তি ১৪টি মেট্রো চলবে। বর্তমানে সপ্তাহে ছ’দিন ইস্ট-ওয়েস্ট রুটে সারাদিনে ১০৬টি মেট্রো পরিষেবা পাওয়া যায়। বইমেলার জন্য তা বেড়ে ১২০ হতে চলেছে। তবে মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।
Comments are closed.