আন্তর্জাতিক কলকাতা বইমেলার পর ফের জমে উঠেছে সল্টলেক সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণ। বুধবার থেকে শুরু হয়েছে বিধাননগর মেলা উৎসব। রাজ্যসহ দেশের বিভিন্ন প্রদেশের স্টল রয়েছে এই মেলায়। পাশাপাশি বিদেশের স্টলও আছে। সব মিলিয়ে স্টল সংখ্যা ৬৩১। ২১ দিন ধরে চলবে এই মেলা।
২১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হলেও মঙ্গলবার হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী সুজিত বসু এবং শশী পাঁজা। এছাড়াও ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দমদমের সাংসদ সৌগত রায়। বিধাননগর পুরসভা জানিয়েছে, বাংলাদেশ, মিশর, আফগানিস্থান, থাইল্যান্ড, মায়ানমার, তুরস্ক সহ ন’টি দেশ অংশ নিয়েছে এই মেলায়। মেলা প্রাঙ্গণে রয়েছে অনুষ্ঠানের মঞ্চ। প্রতিদিন সন্ধ্যায় সেখানে চলবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
Comments are closed.