এক দফা ভোট বাকি বাংলায়, বিজেপির কফিনে শেষ পেরেক পোঁতার ডাক মমতার

শনিবার ষষ্ঠ দফার ভোট মিটতেই সপ্তম তথা শেষ দফার ভোটে বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিলেন ঘরে ঘরে জোট বাঁধার। পরপর জনসভায় মমতা বলেন, স্বাধীন দেশকে পরাধীন করে রেখেছে বিজেপি। কিন্তু আদানি-আম্বানির যেমন ভোটাধিকার আছে, তেমনই একজন রিকশওয়ালারও আছে। তাই শেষ দফায় ঘরে ঘরে জোট বাঁধুন। বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতে দিন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শনিবার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়ার নির্বাচনী সভায় অংশ নেন তৃণমূল সুপ্রিমো। এরপর বিকেলে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সল্টলেকে রোড শো করেন। সন্ধ্যায় দলীয় প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বাগুইআটিতে জনসভাও করেন তিনি। হাড়োয়ার সভামঞ্চ থেকে মমতা বলেন, বিজেপির চক্রান্ত সবাই জানে। এই ঝড়-বৃষ্টির আবহাওয়ায় আমাকে ওঁরা মেরে ফেলতে পারে। আর আমাকে মেরে দিলে ওরা ভাববে, পথ খালি হয়ে গেল। বিজেপি জেনে রাখো, খালি হবে না। আমিই বিজেপিকে খালি করব।

এদিনের তিনটি কর্মসূচিই নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে শুরু হলেও, মমতার অপেক্ষায় থাকা মানুষ এক পা’ও নড়েননি। দু’টি সভাতেই উপচে পড়েছিল ভিড়। বাগুইআটিতে তিনি বক্তব্য শুরুই করেন বিজেপি সরকার হটানোর ডাক দিয়ে। মমতা বলেন, একটা কারবার বানিয়ে রেখেছে মোদি সরকার। সবাইকে গ্রেপ্তার করছে। অথচ, সবচেয়ে বড় চোর-ডাকাত তো তোমরা! বলছে, মোদির গ্যারান্টি! গ্যারান্টি নাকি ফোর টোয়েন্টি! মঞ্চে বিদ্রাহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীও উদযাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী।

Comments are closed.