ভোটপর্ব মিটতেই রাজ্যের ১ কোটি কৃষককে কৃষক বন্ধুর জন্য ২৯০০ কোটি টাকা দিল নবান্ন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
লোকসভা ভোটের জন্য আদর্শ আচরণবিধি লাগু থাকায় থমকেছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ। নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের ১ কোটি ৫ লক্ষ কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট ২৯০০ কোটি টাকা দেওয়া হল। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এই প্রকল্পে চাষের জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ ১০ হাজার, সর্বনিম্ন ৪ হাজার টাকা পান। এর পাশাপাশি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষয়ক্ষতির জন্য ২ লক্ষ ১০ হাজার কৃষককে মোট ২৯৩ কোটি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নবান্ন জানিয়েছে, দু’টি প্রকল্প মিলিয়ে প্রায় ৩২০০ কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দেওয়া হচ্ছে।
Comments are closed.