বার্ড ফ্লু নিয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার জনয় রাজ্যবাসীকে বার্তা দিল নবান্ন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে বার্ড ফ্লু ভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। মালদহের কালিয়াচকের গ্রামে এবং অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা, দুটি ঘটনায় দুই শিশুর বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর মিললেও, রাজ্যে কোনও মুরগি বা পশু-পাখির খামার থেকে তাদের সংক্রমণ হয়নি বলে দাবি করলেন রাজ্য প্রশাসনের দুই সচিব। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে প্রাণিসম্পদ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার এবং স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, কলকাতা এবং মালদহের ঘটনা দুটিতে সংক্রমণের উৎসস্থল খোঁজা হচ্ছে।
‘মালদহের কালিয়াচকে গত আড়াই মাসের মধ্যে বিভিন্ন পোলট্রি খামার থেকে ৩৯০ টি নমুনা সংগ্রহ করে বেলগাছিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত ১৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধু তাই নয়, সমস্ত নমুনার ৩০ শতাংশ ভোপালে কেন্দ্রীয় সরকারের উচ্চমানের গবেষণাগারেও ফের পরীক্ষা করা হয়েছে। একটি নমুনা থেকেও এই ভাইরাস মেলেনি। রাজ্যের দুই সচিব জানান, মালদহের ঘটনাস্থলের আশেপাশে প্রাণিসম্পদ দফতরের খামারে এক লক্ষ মুরগি আছে। এছাড়াও বেসরকারিভাবে আরও দুটি খামারে আট হাজার মুরগি রয়েছে। মালদহের নমুনাগুলি ওই খামারগুলি থেকেই সংগ্রহ করা। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, মানুষ থেকে মানুষে সংক্রমণের চিহ্ন পাওয়া যায়নি।
Comments are closed.