অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে। এ’ব্যাপারে পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের বাকি এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে মৌসম ভবন জানিয়েছে। ৩১ মে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা এবং দুই দিনাজপুরের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে।
তবে গত ১৫ দিনে রাজ্যে বর্ষার কোনও অগ্রগতি হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, চার-পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া ওড়িশা, উপকূলীয় অন্ধ্র এবং বিহারে বর্ষা ঢুকবে। প্রথম দফায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া ও উপকূল সংলগ্ন এলাকায় বর্ষা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কয়েকটি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলার কোনও কোনও স্থানে অতিভারী বৃষ্টির ‘লাল’ সতর্কতা থাকছে।
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায় আপাতত তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। তবে তার ঝড়বৃষ্টিও হবে বজ্রগর্ভ মেঘ থেকে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবারও অস্বস্তিকর গরম থাকবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
Comments are closed.