আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে উষ্ণ ও শুষ্ক হাওয়া বন্ধ হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পক্ষে এই বিষয়টি ইতিবাচক বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। কলকাতা সহ দু’-একটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন-চারদিনের মধ্যে ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরেও বর্ষা অগ্রসর হবে। আলিপুর আবহাওয়া অফিসের এক অধিকর্তা জানান, বৃহস্পতি থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আসবে বলে মনে হচ্ছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
Comments are closed.