রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য অভিন্ন পোর্টাল চালু হতে চলেছে। এই পোর্টালে আবেদন শুরু করা যাবে আগামী ২৪ জুন থেকে। বুধবার বিকাশ ভবনে http://wbcap.in/ পোর্টালটির উদ্বোধন করে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ব্রাত্য বসু বলেন, আগামী ৭ জুলাই পর্যন্ত প্রথম দফার আবেদন চলবে। ১২ জুলাই প্রথম দফার মেধা তালিকা প্রকাশিত হবে। ভর্তি চলবে ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত।
অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভর্তি ফি দিতে হবে। পেমেন্ট গেটওয়ের বাড়তি অর্থ বহন করবে সরকার। ২৩ জুলাই প্রকাশিত হবে আপগ্রেড লিস্ট। কেউ এই ধাপে অন্য কোনও পছন্দের কলেজ বা পছন্দের বিষয়ে ভর্তি হতে চাইলে ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে সেই সুযোগ পাবেন।
সেই ছাত্র-ছাত্রীরা ৩০ জুলাই সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে নিজের তথ্য ভেরিফিকেশন করাবেন। ৮ জুলাই থেকে তাদের ক্লাস শুরু হবে। শিক্ষা দফতর জানিয়েছে, এই দু’দফায় ভর্তির পরে যে শূন্য আসনগুলি পড়ে থাকবে তার তালিকা ৮ অগাস্ট প্রকাশিত হবে। তার ভিত্তিতে ১৭ অগাস্ট পর্যন্ত চলবে মপ-আপ ধাপ। এই ধাপটির সুযোগ নিতে গেলেও নতুন ছাত্র-ছাত্রীদের পোর্টালে আবেদন করতে হবে। আগে আবেদন করে থাকা ছাত্র-ছাত্রীরাও সুযোগ পাবেন।
Comments are closed.