স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নবান্নের। আগেই অপ্রয়োজনে হাঁটু বা কোমর প্রতিস্থাপন ঠেকাতে ওই ধরনের অপারেশনে নজরদারির ব্যবস্থা করেছিল রাজ্য। এবার নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলেই হবে মেডিক্যাল অডিট।
স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, সাধারণভাবে মেডিক্যাল ম্যানেজমেন্টের কেসে (মানে যেখানে অপারেশনের দরকার নেই) বড়জোর ১০ দিন হাসপাতালে থাকার প্রয়োজন পড়ে। স্বাস্থ্যসাথী শুরুর পর থেকেই ১০ দিনের বেশি রোগী ভর্তি থাকলে নজর রাখতে বলা হয়েছিল। এবার অ্যাডভাইজরি বের করা হল। তার মানে এই নয়, কোনও রোগী চিকিৎসার প্রয়োজনে এই প্রকল্পের অধীনে ১০ দিনের বেশি ভর্তি থাকতে পারবেন না। কিন্তু ১০ দিনের বেশি ভর্তি থাকলে সেই সব কেস খতিয়ে দেখা হবে। ঠিক কী কারণে রোগী এত দিন ভর্তি থাকছেন, তার অডিট করবেন সরকারের ২৫ জন বিশেষজ্ঞের টিম। তাঁরাও সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ঘটনাগুলি পাঠানো হবে বিভাগীয় সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে।
কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? অ্যাডভাইজরিতে বলা হয়েছে, এবার থেকে ‘অ্যাডিসিওলাইসিস’ বা জড়িয়ে থাকা অঙ্গপ্রত্যঙ্গ ছাড়ানোর প্রক্রিয়াকে আর রোগীর অস্ত্রোপচারের সঙ্গে আলাদা করে যুক্ত করা যাবে না। এক সিনিয়র সার্জন বলেন, সরকার উচিত সিদ্ধান্ত নিয়েছে। কারণ, ‘অ্যাডিসিওলাইসিস’ প্যাকেজ যুক্ত করে যা ইচ্ছা তাই চলছিল। স্বাস্থ্যসাথীতে কোনও রোগীকে একবারে ভর্তি করিয়ে দু’টি অপারেশন করা হলে, বেশি খরচের অপারেশনে তিনি পুরো টাকাই সরকার থেকে পাবেন। আর পাবেন দ্বিতীয় অপারেশনের ৬০ শতাংশ।
Comments are closed.