জঙ্গলমহলে পর্যটক টানতে ঝাড়গ্রামে তৈরি করা হবে টাইগার সাফারি। এমনই পরিকল্পনা করা হয়েছে বলে রাজ্য বন দফতর সূত্রে জানা গিয়েছে। রবিবার ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে বন দফতরের উদ্যোগে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা এবং রাজ্য বন দফতরের শীর্ষ কর্তারা।
১৯৮০ সালে ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে মিনি জু বা ডিয়ার পার্ক গড়ে তোলা হয়। রাজ্যে সরকার বদলের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিনি জু-র নাম দেন জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। প্রায় ৩৩ একর জমির ওপর এই পার্কের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়। আনা হয় চিতাবাঘ। পার্কের মধ্যে নিরিবিলি জঙ্গলের পরিবেশ থাকায় স্বাভাবিক প্রক্রিয়াতেই সন্তানের জন্ম দেয় এই চিড়িয়াখানার পশুপাখিরা।
গত বছর সেন্ট্রাল জু অথরিটির বিচারে গোটা দেশের মধ্যে সেরা চিড়িয়াখানা হিসেবে চতুর্থ স্থান অধিকার করেছিল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এ বার তাকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বন দফতর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার এবং বেশ কিছু বড় সাপের এনক্লোজার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, পর্যটকদের জন্য নানা পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে পর্যটকের সংখ্যা বাড়বে ঝাড়গ্রামে।
Comments are closed.