অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভর্তি ৪ লক্ষের বেশি পড়ুয়া, ছাত্রীর সংখ্যা অনেক বেশি ছেলেদের তুলনায়
রাজ্য শিক্ষা দফতরের চালু করা অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যে ৪৭৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ৪ লক্ষ ৫ হাজার ছাত্রছাত্রী টাকা জমা দিয়ে ভর্তি হয়েছে। ভর্তির নিরিখে ছাত্রদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ছাত্রীরা। শিক্ষা দফতর সূত্রে খবর, ছাত্র ও ছাত্রীদের ভর্তির হার যথাক্রমে ৪১ ও ৫৯ শতাংশ।
স্নাতকে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে চার বছরের বাংলা অনার্স কোর্সে। সংখ্যাটা ৪২ হাজারেরও বেশি। বাংলার পরেই ইতিহাস ও রাষ্ট্র বিজ্ঞানে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তবে ছাত্ররা সব থেকে বেশি ভর্তি হয়েছে ইতিহাসের চার বছরের অনার্স কোর্সে। ছাত্রীরা সব থেকে বেশি ভর্তি হয়েছে বাংলা কোর্সে।
ভর্তির ক্ষেত্রে তিন বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের বদলে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী চার বছরের অনার্স কোর্সেই বেশি সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছে। প্রথম দফার ভর্তি ও আপগ্রেডেশন রাউন্ডের পরে এই তথ্যই উঠে এসেছে। পড়ুয়াদের বাছাই করা নির্দিষ্ট কলেজে তথ্য যাচাই বা ভেরিফিকেশন হবে ৩১ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত। এই পোর্টালের মাধ্যমে স্নাতকের ৭২১৭টি কোর্সে পড়ুয়া ভর্তি চলছে। তার মধ্যে ৩৫৮টি কোর্সে এখনও পর্যন্ত কোনও ছাত্রছাত্রী আবেদন করেনি।
Comments are closed.