ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঠেকাতে কঠোরতম আইন আনার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী আবেদন করেন, ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে দ্রুত বিচার সুনিশ্চিত করতে হবে। প্রায় একই সুরে তৃণমূলের সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি তুলেছেন, ধর্ষণের শাস্তি হিসেবে কড়া আইন আনুক কেন্দ্র।
মমতা ও অভিষেক দু’জনই মত প্রকাশ করেছেন, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষীর সাজা হোক। আরজিকর হাসপাতালের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ধীর গতিতে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বলে প্রশ্ন উঠে গিয়েছে বিভিন্ন মহলে। কলকাতা পুলিসের থেকে সিবিআইয়ের হাতে আরজিকরের তদন্তভার গেলেও সিবিআই গত কয়েক দিনে কী করেছে তা জানতে আগ্রহী সাধারণ মানুষ।
এই পরিস্থিতিতে রাজ্যের বক্তব্য, কলকাতা পুলিস তদন্তের কাজ প্রায় শেষ করে ফেলেছিল। কিন্তু তারপর থেকে যথেষ্ট সময় পেয়েও সিবিআইয়ের ভূমিকা আশাব্যাঞ্জক নয়। বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জি ট্যুইট বার্তায় জানিয়েছেন, দেশের নানা প্রান্তে প্রতিদিন ধর্ষণের মতো অপরাধ ঘটে চলেছে। কিন্তু বিচার প্রক্রিয়া এত শ্লথ যে অপরাধ সম্পর্কে মানুষের ভয়ভীতি চলে গিয়েছে। তাই কড়া আইন এনে ৫০ দিনের মধ্যে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। একই সুরে মুখ্যমন্ত্রীও চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।
Comments are closed.