বেআইনি নির্মাণ রুখতে কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য। এবছর মার্চ মাসে গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিল কলকাতা পুরসভা। তার পরেই বেআইনি নির্মাণ রুখতে কড়া আইন আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল পুরকর্তৃপক্ষ। এবার সেই আইনের খসড়া পাঠানো হল পুর এবং নগরোন্নয়ন দফতরে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার পর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগকে এই সংক্রান্ত বিষয়ে একটি খসড়া তৈরি করতে নির্দেশ দেন মেয়র। আলাপ-আলোচনার পর সেই খসড়া তৈরি হয়ে আপাতত অনুমোদনের জন্য পুর এবং নগরোন্নয়ন দফতরে গিয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেআইনি নির্মাণ নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা থাকলেও, তা যথেষ্ট কড়া নয়। কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, বেআইনি নির্মাণ প্রমাণিত হলে জমির মালিক ও প্রোমোটারের সাত বছরের বেশি কারাদণ্ডের বিধান থাকা উচিত। এমন আইন প্রয়োজন, যাতে অভিযুক্তেরা জামিন না পান। এমন সব কড়া বিষয় অন্তর্ভুক্ত হলেই এই ধরনের বেআইনি নির্মাণ করার সাহস পাবেন না কোনও প্রোমোটার।
Comments are closed.