বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের স্থলভূমিতে ঢুকে পড়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপটির কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না। তবে ৫ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপটির অভিমুখ কোন দিকে হবে তা এখনও পরিষ্কার নয়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তবে বৃষ্টি কতটা বাড়বে তা নির্ভর করছে নিম্নচাপ তৈরি হওয়া ও সেটি কোন দিকে যাবে তার ওপর। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
গত অগাস্ট মাসে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পূর্ব ও উত্তর ভারতে বৃষ্টির ঘাটতি কমে স্বাভাবিক মাত্রায় চলে এসেছে। সেপ্টেম্বরে দেশে সর্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
Comments are closed.