চিকিৎসকদের কাজের পরিবেষে সুরক্ষা নিশ্চিত করতে আরজিকরসহ সমস্ত মেডিক্যাল কলেজে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করল রাজ্য। এর জন্য ১১৩ কোটিরও বেশি টাকা খরচ করছে নবান্ন। এই কাজ ২৫ অক্টোবরের মধ্যে শেষ করবে রাজ্য সরকার। স্বাস্থ্য সচিব, পূর্ত সচিব এবং ওয়েবেলসহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগের পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট আরজিকরের কাজ শেষ করার জন্য ৩১ অক্টোবরের সময়সীমা বেঁধে দিয়েছে। তবে শুধু কাজ হয়ে গিয়েছে বলে কাগজে-কলমে দেখিয়ে দিলেই চলবে না, কাজগুলি বাস্তবে হয়েছে কি না এবং তার গুণমান বজায় থাকছে কি না, তাও সুনিশ্চিত করতে হবে। এজন্য নজরদারি চালানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর এবং সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের তৈরি বিশেষ দল কাজের ওপর নজরদারি চালাবে।
আরজিকর কাণ্ডের পর মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসকদের জন্য রেস্ট রুম, শৌচাগার, পর্যাপ্ত আলো, সিসিটিভি প্রভৃতি পরিকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের দাবির মধ্যেও ছিল এই সমস্ত পরিকাঠামো উন্নয়নের বিষয়টি। এই কাজের অগ্রগতি খোঁজখবর নিতে স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁর কালীঘাটের বাড়িতে গত বৃহস্পতিবার বৈঠক করেন।
Comments are closed.