জানুয়ারি থেকে সমস্ত পুরসভায় বিল্ডিং প্ল্যান অনুমোদন হবে অনলাইনে

এবার বেআইনি নির্মাণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আগামী ১ জানুয়ারি থেকে রাজ্যের পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন মিলবে শুধুমাত্র অনলাইনে। অফলাইন অর্থাৎ সরাসরি পুরসভায় গিয়ে হাতে হাতে বিল্ডিং প্ল্যানের আবেদন ও অনুমোদন সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। অনলাইনে বিল্ডিং প্ল্যান জমা নেওয়া এবং বাড়ি তৈরির ছাড়পত্র দেওয়ার নিয়ম এখনও চালু থাকলেও নানা অফলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন চলছেই।

এর ফলে অনলাইন ব্যবস্থার সাফল্য যেমন অধরা থাকছে, তেমনই ঠেকানো যাচ্ছে না অবৈধ নির্মাণের রমরমা। এই পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করতে মাঠে নামছে রাজ্য প্রশাসন। ঠিক হয়েছে, জানুয়ারি থেকে প্রত্যেকটি পুরসভায় অফলাইনে বিল্ডিং প্ল্যান সংক্রান্ত যাবতীয় কাজ বেআইনি বলে গণ্য হবে। আগামী এপ্রিল থেকে একই নিয়ম রাজ্যের পঞ্চায়েত এলাকাতেও চালু হবে। এক্ষেত্রে মাস তিনেক দেরি হবে, কারণ পুর এলাকার তুলনায় পঞ্চায়েত এলাকায় কিছুটা পরে শুরু হয়েছে অনলাইন বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজকর্ম।

সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠকে বেআইনি নির্মাণের বাড়বাড়ন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে যে সমস্ত ফাঁকফোঁকর আছে, সেগুলি পূরণ করতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর থেকে এ বিষয়ে জোর তৎপরতা শুরু হয়ে যায় পুরদপ্তর ও পঞ্চায়েত দপ্তরের অন্দরে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে রাজ্যজুড়ে অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদনের পরিষেবা চালু হয়েছে। তারপরও খবর আসছে, অধিকাংশ পুরসভায় পুরনো আবেদনের মোড়কে অফলাইনে বিল্ডিং প্ল্যান বেরিয়ে যাচ্ছে। আমরা এই প্রবণতা বন্ধ করতে চাইছি। তা না করতে পারলে যাবতীয় নজরদারি এড়িয়ে বিল্ডিং প্ল্যান ছাড় পেয়ে যাবে এবং অবৈধ নির্মাণ ঠেকানো যাবে না।

Comments are closed.